মোবাইল ও নেটওয়ার্ক কিভাবে কাজ করে

আপনার ভাবনায় যদি একবার এই প্রশ্নটি আসে যে এই মোবাইল ও নেটওয়ার্ক কিভাবে কাজ করে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য ।

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ছাড়া একটা দিনও অতিবাহিত করা আমাদের জন্য হয়তো বেশ কঠিন একটা বিষয় আর আমাদের এই সুযোগকে কাজে লাগিয়ে যেমন পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল প্রতিষ্ঠানগুলো আর সেই সাথে আসছে মোবাইল এর অসংখ্য সব ফিচার কিন্তু এত এত ফিচারের মধ্যে মোবাইলের জন্য অতি সাধারণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা ফিচার হলো ফোন কল। ফোন কলের সুবিধা ছাড়া একটা ফোন যেমন কল্পনাই করা যায় না তেমনি নেটওয়ার্ক ব্যবস্থাপনা ছাড়া এই ফোন কল করাও অসম্ভব , এই ভিডিওতে আজ আমরা জানাবো মোবাইল ও নেটওয়ার্ক কিভাবে কাজ করে অর্থাৎ মোবাইলের মাধ্যমে এই ফোন কল কিভাবে সম্পূর্ণ করা হয় এবং কি করে আপনার কথা বা বার্তা অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে বিন্দুমাত্র সময়ক্ষেপণ না করে অত্যন্ত নিখুঁতভাবে পৌঁছে যায় ।

সর্বপ্রথম আমরা মোবাইল এর যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানব অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইল ফোনটি কি করে আপনার কথা আপনার পাশের সিগন্যাল টাওয়ারে পৌঁছে দেয় সে সম্পর্কে আগে জানবো ,

যখন আপনি মোবাইলে কথা বলেন তখন আপনার ফোনে থাকা মাইক্রোফোন আপনার কথাগুলো গ্রহণ করতে থাকে এরপর এই মাইক্রোফোন সেন্সর ও আই সি এর মাধ্যমে আপনার কথাগুলো অ্যানালগ সিগনাল থেকে ডিজিটাল সিগনালে বদলে দেয় ,

ডিজিটাল সিগন্যাল আপনার কথাগুলো কে জিরো ও এক এর রূপে সাজিয়ে দেয় যেখানে জিরো হলো লো-ফ্রিকোয়েন্সি এবং এক হলো হাই-ফ্রিকোয়েন্সি এরপর আপনার ফোনে থাকা একটি অ্যান্টেনা এই ডিজিটাল সিগনালের কে  ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভে ট্রান্সফরম করে এবং আপনার হাতে থাকা মোবাইল ফোন এই  ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভকে আপনার নিকটস্থ সিগন্যাল টাওয়ার বা নেটওয়ার্ক টাওয়ারের প্রেরণ করে দেয়।

এবার চলুন জেনে নেওয়া যাক মোবাইল নেটওয়ার্ক এর টাওয়ার গুলো কিভাবে কাজ করে,

এই মোবাইল নেটওয়ার্কের ধারণা আসে সেলুলার টেকনোলজি থেকে এই সেলুলার টেকনোলজিতে নেটওয়ার্ক এরিয়া ষড়ভুজাকার ভাবে ভাগ করা থাকে এবং প্রতিটা ষড়ভুজের মধ্যে আলাদা আলাদা নেটওয়ার্ক টাওয়ার ও ফ্রিকয়েন্সিত স্লট থাকে আর এই টাওয়ারগুলো একে অপরের সাথে অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে কানেক্ট করা হয় এবং মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া এই অপটিক্যাল ফাইবার গুলো এক দেশ থেকে অন্য দেশে নেটওয়ার্ক ক্যাবল এর সাথে সংযুক্ত থাকে।

একটি ফোন কল সম্পূর্ণ রুপে সম্পাদন করার জন্য আপনার ফোন থেকে সেই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ আপনার নিকটস্থ নেটওয়ার্ক টাওয়ার  এ পৌছায় এরপর নেটওয়ার্ক টাওয়ার ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভকে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ লাইট ফ্রিকয়েন্সিতে পরিবর্তন করে এবং পরবর্তীতে এই  লাইট ফ্রিকয়েন্সি সিগনাল কোন এরিয়াতে পাঠানো হবে সেটা টাওয়ারে থাকা বিটিএস অর্থাৎ বেস ট্রান্সসিভার নির্ধারণ করে এরপর এই বিটিএস আপনার ডেস্টিনেশন টাওয়ারে সিগনাল পাঠায় এই ডেস্টিনেশন টাওয়ার হলো যে টাওয়ারের অধীনে আপনার কাঙ্ক্ষিত রিসিভার রয়েছে।

এরপর সেই ডেস্টিনেশন টাওয়ার আপনার  সিগন্যাল কে রিসিভ করে এবং লাইট ফ্রিকুয়েন্সি থেকে পুনরায় ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভে রুপান্তর করে আপনার রিসিভারের মোবাইলে পৌঁছে দেয় এবং ফোন এর সেন্সর কাছে এই সিগন্যাল আসা মাত্র তার ফোন বেজে উঠে।

এখন এটা  কি ভেবে দেখেছেন ,  আপনি যাকে কল করেছেন সে  কোন এরিয়াতে বা কোন নেটওয়ার্ক এর অধীনে আছে সেটা এই সিগনাল টাওয়ারগুলো কি করে এতো আল্প সময়ে খুঁজে বের করে?

আপনার কাঙ্খিত গ্রাহককে খুঁজে পাওয়ার জন্য এই নেটওয়ার্ক টাওয়ারগুলো এমএসসি এর সাহায্য নেয় , এখন প্রশ্ন হলো এই এমএসসি কি ? এমএসসি হলো মোবাইল সুইচিং সেন্টার যখন আপনি আপনার সকল বিস্তারিত তথ্য দিয়ে একটা সিম কিনেন এবং সে সিমটি যে নেটওয়ার্ক এরিয়ার মধ্যে সর্বপ্রথম সচল করেন সেটি হলো আপনার হোম এমএসসি এই হোম এমএসসিতে আপনার সমস্ত তথ্য সংরক্ষিত থাকে আর কখনো যদি আপনি আপনার হোম লোকেশন এর বাইরে যান তখন আপনার ফোন ফরেন এমাসসিতে কানেক্ট থাকে ।

এই ফরেন এমএসসি সবসময় আপনার হোম এমএসসি কে আপডেট করতে থাকে যে আপনি বা আপনার ফোন কোন নেটওয়ার্ক টাওয়ার এর অধিনে আছেন। ধরুন কেউ একজন আপনাকে ফোন করলো কিন্তু তখন আপনি আপনার হোম নেটওয়ার্ক এর অধীনে নেই তখন আপনার হোম এমএসসি আপনার কারেন্ট লোকেশন অর্থাৎ আপনার ফরেন এমাসসির সাথে যোগাযোগ করবে এবং সেই লোকেশন এর টাওয়ার থেকে আপনার ফোনে কাঙ্ক্ষিত সেই কলটি আসবে  এবং সেই সাথে এই এমএসসি এটাও বুঝে যায় যে আপনার ফোনটি সে সময় এভেলএবেল নাকি ব্যস্ত ।

এই সম্পূর্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি স্পেকট্রাম খুবই গুরুত্বপূর্ণ একটা ভুমিকা পালন করে যে নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম যত শক্তিশালী সে নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার এর সক্ষমতা ততবেশি ।

তো দর্শক এই ছিল মোবাইল ও নেটওয়ার্ক কিভাবে কাজ করে তার একটি বেসিক ধারনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *